কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার পদ্ধতি । আমরা অনেকে আছি কমার্শিয়ালভাবে পিকচার ব্যবহার করি । কিন্তু আমরা যদি কপিরাইট যুক্ত ইমেজ ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কপিরাইট স্ট্রাইক পাবো। এর ফলে আমাদের যে ইনকামের সোর্স টা কিন্তু বন্ধ হয়ে যাবে।
আমরা অনেকেই আছি যারা আসলে কপিরাইট সমন্ধে সচেতন না। ইন্টারনেটে যা কিছু আছে আমরা মনে করি সকল কিছুর মালিক আমরা এবং এগুলো আমরা ব্যবহার করলে কিছুই হবে না। এবং আমরা এগুলা ব্যবহার করলে কেউ ধরতেও পারবে না।
কিন্তু আপনারা সকলেই জানেন এখন মডার্ণ টেকনোলজির যুগ। এখনকার আর্টিফিসিয়াল ইন্টিলেজন্ট আলগোরিদমগুলো খুবই পাওয়ারফুল, খুব সহজেই detect করে ফেলে কপিরাইট কনটেন্ট গুলো।
আপনারা অনেকেই গুগল দেখে ইমেজ ডাউনলোড করে ওয়েবসাইট এর ব্লগে অথবা ইউটিউবে স্লাইড ভিডিও তৈরি করেন। কিন্তু এটা ভুল? বেশিরভাগ গুগল এর কন্টেন্ট কিন্তু কপিরাইট আইনের আয়তায় পড়ে। তাই যতক্ষন পর্যন্ত এটি ক্রেটিভ কমন লাইসেন্স এর আন্ডারে না পড়বে ততক্ষন পর্যন্ত আমরা গুগল এর ইমেইজ ডাউন করে ব্যবহার করতে পারবো না।
যদি অরজিনাল মালিক পক্ষ এর অনুমতি না নিয়ে আপনি তাদের কন্টেন্ট ব্যবহার করেন তাহলে যা হতে পারে,
- আপনি যদি ইউটিউব এর জন্য ব্যবহার করেন এইসব ইমেজ বা ফোটো তাহলে আপনার চ্যানেল ব্যান হয়ে যেতে পারে অথবা আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার গুগল এডসেন্স ডিসাবল হয়ে যেতে পারে।
- যদি আপনি ওয়েবসাইট এর জন্য ব্যবহার করেন তাহলে আপনার পোস্ট সার্চ ইঞ্জিন থেকে ব্যান খেতে পারে । তখন আর গুগলে আপনার পোস্টটি ডিস্প্লে হবে না। আবার যদি আপনার সাইটটি গুগল এডসেন্স এর সাথে যুক্ত থাকে তাহলে আপনার ওয়েবসাইট গুগল এডসেন্স বন্ধ হয়ে যেতে পারে।
- আপনি বড় ধরনের একটা কপিরাইট মামলায় জড়িয়ে যেতে পারেন।
আমরা এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন এবং কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট গুলো সমন্ধে আপনাদের একটা বিস্তারিত ধারণা দিব।
কপিরাইট ফ্রি বা royalty free images for commercial use বলতে আমরা আপনাদের বুঝাচ্ছি সেই ইমেইজ গুলো যে ইমেজ গুলো আপনার ডাউনলোড করে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন কোন রকম কপিরাইট ক্লেইম ছাড়াই।
নিচের ওয়েবসাইটগুলো থেকে আপনি যদি ইমেইজ ডাউনলোড করেন তাহলে কপিরাইট ফ্রি ইমেজ পাবেন। এগুলো কমার্শিয়াল ব্যবহার এর অনুমতি দেয়। তাই আপনি কোন ধরনের ক্রেডিট না দিয়েও এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন।
- Pixabay.Com
সবচেয়ে জনপ্রিয় হল এই ওয়েবসাইটটি কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করার জন্য। আমি ব্যক্তিগতভাবে এই ওয়েবসাইটটি খুব বেশি ব্যবহার করি। প্রচুর পরিমান ইমেজ কন্টেন্ট থাকার ফলে আপনার কাঙ্ক্ষিত ফোটো খুব সহজেই পেয়ে যাবেন।
এই ওয়েবসাইটটি ইমেজ এর পাশি পাবেন illustrations এবং vectors। তাই আপনার অনেক অপশন থাকে রিলেটেড ফোটো পছন্দ করার। এই ওয়েবসাইটটিতে আপনি 2.2 million plus free stock photo পাবেন। তাই বুঝতেই পারতাছেন বিশাল পরিমান একটা ইমেজ কন্টেন্ট এর ওয়েবসাইট এটা।
এই ওয়েবসাইট আপনাকে তাদের ফোটো কমার্শিয়াল ব্যবহার করার অনুমতি দেয়। আপনি চাইলে মডিফাইও করতে পারেন ইমেজ। তবে আপনি এই ফোটো রিসেল করতে পারবেন না। সেক্ষেত্রে কপিরাইট লাইসেন্স এর আন্ডারে পড়ে যাবেন।
- Unsplash.Com
এই সাইটটাও কপিরাইট ফ্রি ইমেজ এর জন্য বেশ ভালো একটা ওয়েবসাইট। এই সাইটের ভিতর রয়েছে প্রায় 2 billion ফোটো এবং 211,166 photographers এই ওয়েবসাইট এর জন্য কাজ করে। বিশাল ফোটো এর সমাহার এই ওয়েবসাইটটি।
এই ওয়েবসাইটিও কপিরাইট ফ্রি ফোটো প্রোভাইড করে। আপনি অনেক বড় ধরণের একটা ফোটো কালেকশন পাবেন এই ওয়েবসাইট থেকে। এখানেও একই কথা ফোটোগুলো কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি এগুলো রিসেল করতে পারবেন না।
- Pexels.Com
এই ওয়েবসাইটটি তে প্রবেশ করে আপনি copyright free image download করতে পারেন।
- সব ধরণের ভিডিও এবং ফোটো pexels থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
- ক্রেডিট দেওয়ার প্রয়োজন নাই। ক্রেডিট না দিলেও চলবে। কিন্তু ফোটো ক্রেডিট দেওয়াটা তারা appreciate করে।
- আপনার ইচ্ছা মত আপনি ফোটো মডিফাইড করতে পারবেন যেভাবে খুশি সেভাবে।
এই সাইট থেকে যা allow করে না।
- রিসেল করতে পারবেন না এই ফোটো গুলোকে। অনেক আছে ফোটো এইখান থেকে ডাউনলোড করে বিক্রি করার চেষ্টা করে। এটা করতে পারবেন না।
- আপনার ব্রান্ডের জন্য এই পিকচার নিজের বলে দাবি করতে পারবেন না।
- পোষ্টার বা ব্যানেরে এই ফোটো ব্যবহার করে বিক্রি করতে পারবেন না।
- Freerangestock.com
এই ওয়েবসাইটটি তৈরি হয় ২০০৭ সালের দিক দিয়ে। এই সাইট এর ভিতর প্রায় 750,000 registered users রয়েছে যার প্রতিনিয়ত পিকচার আপলোড দিয়ে থাকে এই সাইট এর জন্য।
এই ওয়েবসাইটে ফোটো এর পাশাপাশি textures, and illustration এর কালেকশনও পাবেন। এই ওয়েবসাইটটি ইউজার দের জন্য allow করে তাদের ইমেজ commercial use করে without attribution । তারমানে আপনি এই সাইট থেকে ডাউনলোড করা ফোটো ব্যবহার করতে পারবেন কোন ধরণের ক্রেডিট না দিয়েই।
এই ওয়েবসাইট এর জন্যও একই কথা আপনি ফ্রিতে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনি রিসেল করতে পারবেন না। অথবা এমন কোন ওয়েবসাইটে এই ফোটো আপলোড করবেন না যারা ফোটো সেল করে।
- Burst.shopify.com
যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন shopify site সমন্ধে । এই ওয়েবসাইটটি সাধারনত ওয়েবসাইট developer দের জন্য কাজ করে। এই ওয়েবসাইটে burst সাব-ডোমেইনে কপিরাইট ফ্রি ফোটো কালেকশন পাওয়া যায়।
এখান থেকেও চাইলে আপনি ফোটো গুলো ডাউনলোড করতে পারেন। তবে এই সাইটটা মূলত যারা ওয়েবসাইট বা ব্লগ এর জন্য ব্যবহার করবেন তাদের জন্য বেস্ট হবে।
- Wunderstock.com
Creative Commons images পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট এর সবচেয়ে ভালো যে সুবিধা সেটা হল আপনি ডাউনলোড করার সময় এই সাইট থেকে ইডিট এবং ফিল্টার আপ্লাই করে ডাউনলোড করতে পারবেন। আর তাই এই ওয়েবসাইট থেকে ফোটো ডাউনলোড এর পাশাপাশি আপনি অনলাইন ইডিট করার মজাটাও পাবেন।
এই ওয়েবসাইটটি পাবলিক ডোমেইন এর আন্ডারে আছে। এই ওয়েবসাইটটি তাদের ইমেজ ক্রেডিট দিতে ইউজারদের উৎসাহ করে।
- Freepik.com
কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার পাশাপাশি আপনি কিছু সুবিধা পাবেন এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে রয়েছে ভেক্টর ইমেজ। এছাড়া আপনি যদি Adobe photoshop ব্যবহার করেন তাহলে তো আপনার জন্য সোনায় সোহাগা। আপনি এই সাইট থেকে পাবেন PSD ফাইল, যার মাধ্যমে আপনি adobe photoshop থেকে এই PSD ফাইলগুলো সহজেই মডিফাইড করতে পারবেন।
বেশি প্রয়োজন না হলে এখান থেকে ফোটো ডাউনলোড না করায় ভালো, কারণ এখান এর লাইসেন্স এর টার্ম এবং কন্ডিশনগুলো একটি জটিল। সেটা বুঝে শুনে এখান থেকে ফোটো ডাউনলোড করবেন।
- Stocksnap.io
Including commercial use এর জন্য এখান থেকে আপনি ফোটো ডাউনলোড করতে পারেন। কোন প্রকার জটিলতা নাই আপনি এই সাইট থেকে ফ্রিতেই কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারেন।
কোয়ালিটিফুল stock image এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে business, technology, nature, family, health wallpaper, love, food ইত্যাদি ধরনের প্রচুর কপিরাইট ফ্রি ইমেজ পাবেন। সেগুলো ডাউনলোড করে আপনার blog অথবা ইউটিউব এর জন্য ব্যবহার করতে পারেন।
- Gratisography.com
WITHOUT COPYRIGHT RESTRICTIONS! রয়েছে এই সাইট থেকে ফোটো ডাউনলোড করার জন্য। High-resolution free stock images পাবেন এই ওয়েবসাইটে। এই সাইটে আরো রয়েছে ভেক্টর ইমেজ।
এই ইমেজগুলো যেসব জায়গায় ব্যবহার করতে পারেন
এই ইমেজগুলো আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। যেমন
- আপনার যদি একটা blog ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ব্লগ এর কন্টেন্ট লেখার জন্য এই ফোটোগুলো ব্যবহার করতে পারেন। আপনারা সকলেই জানেন ব্লগের জন্য ইমেজ ব্যবহার করলে ইউজাররা বেশি পছন্দ করে সে ব্লগ পড়ার জন্য।
- আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেল ভিডিও এর জন্য এই ফোটোগুলো ব্যবহার করতে পারেন। তবে যারা স্লাইড ভিডিও বানান তাদের বলবো এগুলো থেকে একটু বিরত থাকায় ভালো। কারণ অনেক ইউজার একই ফোটো দিয়ে ভিডিওগুলো বানানের ফলে আপনি রিইউজ প্রবলেম এর জন্য ব্যান খেতে পারেন।
- আপনার যদি প্রোডাক্ট প্রমোশন এর জন্য ফোটো দরকার হয় তাহলে এই সাইটগুলো থেকে প্রাপ্ত ফোটো দিয়েও করতে পারেন।
- যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের এই ফোটো খুব কাজে লাগতে পারে।
আমার সাজেশন
আপনার যদি কপিরাইট লাইসেন্স এর ব্যাপারে খুব বেশি সচেতন থাকেন তাহলে pixabay.com ব্যবহার করতে পারেন। এই সাইট আমি আমার সব কাজেই প্রায় ব্যবহার করে থাকি। তাছাড়া unsplash.com ও খুব ভালো কাজে দেয়।