স্টুডেন্ট একাউন্ট এর জন্য যে সকল ব্যাংক ভাল হবে

 আশা করি প্রোপার আইডিয়ার সকল পাঠক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা একটু ভিন্ন। এই টিউটোরিয়ালটি বিভিন্ন দিক তুলে ধরবো । যেমন স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম এটা ডিটেইলসে উল্লেখ থাকবে এই টিউটোরিয়ালে।

Best Student Bank Account In Bangladesh
Best Student Bank Account In Bangladesh


স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা এবং স্টুডেন্ট একাউন্ট এর অসুবিধা গুলো এই টিউটোরিয়ালে তুলে ধরবো। এবং একটা স্টুডেন্ট একাউন্ট খুলতে কিন্তু ডকুমেন্ট লাগে তো স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে সেটাও তুলে ধরবো এই টিউটোরিয়ালে।


  • স্টুডেন্ট একাউন্ট ইসলামী ব্যাংক

আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার যদি একটা ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট প্রয়োজন তাহলে স্টুডেন্ট একাউন্ট পছন্দের তালিকায় রাখতে পারেন।

সোজা কথায় আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে  খুব সহজেই আপনি কিছু ডকুমেন্ট এর মাধ্যমে একটি Islami Bank Student Account খুলতে পারেন।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

আপনি যে স্টুডেন্ট এটা প্রমাণ করার জন্য এবং একাউন্ট খোলার জন্য আপনার কিছু ডকুমেন্ট লাগবে,

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে

আপনি যেহেতু স্টুডেন্ট তাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকবে না এটাই স্বাভাবিক আর তাই আপনি ন্যাশনাল আইডি কার্ড এর পরবর্তী জন্ম নিবন্ধণ কার্ড ব্যবহার করেও ইসলামি ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে পারেন।
  1.  শিক্ষাপ্রতিষ্ঠান আইডি কার্ড 
  2. পাসপোর্ট সাইজের কপি ছবি
  3. ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্মনিবন্ধণ কার্ড
  4. নমনী এর ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট  সাইজের ছবি

এই ডকুমেন্ট গুলো থাকলেই আপনি একটা ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা

যেহেতু আপনি স্টুডেন্ট আকাউন্ট করবেন তাই আপনি অন্য সকল সাধারণ একাউন্ট থেকে কিছুটা বাড়তি সুবিধা পাবেন। চলুন দেখে নিই কি ধরণের সুযোগ সুবিধা পেতে পারেন ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট থেকে।

  1. ফ্রিতেই একাউন্ট মেইন্টেইন করা যাবে।
  2. মিনিমাম ডিপোসিট কষ্ট ১০০ টাকা তাই ১০০ টাকা হলেই একাউন্ট করতে পারবেন।
  3. চেইক বই পাবেন তাই চেইক বই এর মাধ্যমেই লেনদেন করতে পারবেন।
  4. এটিএম কার্ড এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।
  5. রেমিটেন্স আনতে পারবেন।
  6. ফ্রিলেন্সিং এর টাকা তুলতে পারবেন।
  7. ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা পাবেন।
এই সুবিধা গুলো ছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা পেতে পারেন ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর মাধ্যমে।


  • স্টুডেন্ট একাউন্ট এবি ব্যাংক

এই ব্যাংকটা স্টুডেন্ট একাউন্ট এর জন্য খুবই ভালো। অন্য অন্য ব্যাংক এর তুলনায় এই ব্যাংকে সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি। তাই যার স্টুডেন্ট আছেন তারা এই এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলে এর সুবিধা নিয়ে নিন।

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

চলুন দেখে নিই কিভাবে আপনি এই একাউন্ট খুলতে পারেন। একটা এবি ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খুলা কিন্তু খুব সহজ।  এর জন্য কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে।

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে

  1.  আপনার বর্তমান স্টুডেন্ট আইডি কার্ড লাগবে অথবা এমন কোন কাগজ লাগবে যার মাধ্যমে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি স্টুডেন্ট।
  2. ২ কপি পাসপোর্ট সাইজ কপি লাগবে স্টুডেন্ট এর।
  3. যাকে নমনী দিবেন তার ১ কপি পাসপোর্ট সাইজ ফোটো লাগবে এবং নমনী এর ন্যাশনাল আইডি কার্ড লাগবে।

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা

  1. এই একাউন্ট মেইনটেইন অথবা পরিচালনা করতে আপনার কোন খরচ কাটবে না।
  2. ফ্রি ডেবিট কার্ড পাবেন।
  3. ফ্রি এসএমএস করার সুবিধা পাবেন।
  4. ফ্রি ইন্টারনেট ব্যাংকিং করার সুবিধা পাবেন।
  5. ফ্রি চেকবই পাবেন।
  6. ফ্রিতেই রিয়েল-টাইম মোবাইল রিচার্জ করতে পারবেন।
  7. বিদেশ থেকে অর্থ আনতে পারবেন।

  • স্টুডেন্ট একাউন্ট ডাচ বাংলা ব্যাংক

বাংলাদেশে সবচেয়ে পপুলার যে ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর জন্য সেটা হল ডাচ বাংলা ব্যাংক । এই ব্যাংক এর একটি একাউন্ট আমারও রয়েছে। 

আগে যার ইউটিউব বা গুগল এডসেন্স থেকে টাকা আনতো তারা ম্যাক্সিমাম মানুষেই ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট এর মাধ্যমে আনতো।

স্টুডেন্ট একাউন্ট হিসেবে ডাচ বাংলা ব্যাংক এর বেশ কিছু সুবিধা রয়েছে । তবে সুবিধা থাকার পাশাপাশি ডাচ বাংলা ব্যাংক এর অনেক অসুবিধাও রয়েছে। চলুন সেগুলো দেখে নিই।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

এই ব্যাংক এর একাউন্ট খোলা খুব সহজ। আপনার নিকটস্থ ব্যাংকে চলে যান এবং তাদের অবহিত করুন যে আপনি একটা ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলতে চান তাহলেই তারাই সকল ব্যবস্থা করে দিবে। কিছু ডকুমেন্ট লাগবে আপনার একটা নতুন ডাচ বাংলা একাউন্ট খুলতে হলে।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে

  1.  আপনার বর্তমান স্টুডেন্ট আইডি কার্ড লাগবে অথবা এমন কোন কাগজ লাগবে যার মাধ্যমে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি স্টুডেন্ট।
  2. ২ কপি পাসপোর্ট সাইজ কপি লাগবে স্টুডেন্ট এর।
  3. যাকে নমনী দিবেন তার ১ কপি পাসপোর্ট সাইজ ফোটো লাগবে এবং নমনী এর ন্যাশনাল আইডি কার্ড লাগবে।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা

  1. এই একাউন্ট মাত্র ৫০০ টাকা জমা দিয়েই তৈরি করতে পারবেন।
  2. একটা ডেবিট কার্ড পাবেন যার মাধ্যমে টাকা তুলতে পারবেন।
  3. এটিএম কার্ড ফ্রি যখন আপনি টাকা তুলবেন ডেবিট কার্ড দিয়ে।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর অসুবিধা

  1. এই স্টুডেন্ট এর একাউন্ট থেকে প্রতি মাসে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা উত্তলন করতে পারবেন।
  2. আপনাকে যে ডেবিট কার্ড দেওয়া হবে সেখান থেকে সর্বোচ্চ আপনি ৫০০০০ টাকা প্রতিদিন উঠাতে পারবেন।
  3. এই স্টূডেন্ট একাউন্ট মেনটেইনেন্স ২০০ টাকা কাটা হয়।

Post a Comment

Previous Post Next Post