যদি রাউটার এর রেঞ্জ এর পরিমান কমে যায় তাহলে কিন্তু ঠিকমত নেটওয়ার্ক না পাওয়ার ফলে রাউটার এর স্পিড কমে যায়। এমন হলে আমরা কিন্তু ঠিকভাবে ওয়াইফাই স্পিড পাই না।
সিম্পল হিসাব আমরা যদি রেঞ্জ বা দূরত্ব বৃদ্বি করতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই এর স্পিড বৃদ্বি ও বৃদ্বি করতে পারবো।
তাই আমাদের ওয়াইফাই এর রেঞ্জ বাড়ানোর উপায় খুজতে হবে। এই প্রক্রিয়া চেষ্টা করার আগে আপনি সব সময় রাউটার কিনার আগে কিছু জিনিষ খেয়াল করবেন,
- সব সময় চেষ্টা করবেন ভালো মানের একটা রাউটার কিনার যেন রেঞ্জ এর পরিমান বেশি থাকে। তাহলে আপনার বাসার দূরত্ব বেশি থাকলেও বেশি কভার পাবেন।
ঠিক জায়গার রাউটার বসান
নেটওয়ার্ট বিশেষজ্ঞদের মতে রাউটার একটু উচু স্থানে রাখলে ওয়াইফাই এর স্পিড এবং দূরত্ব বেশি পাওয়া যায়। রাউটার এর যদি এন্টেনা থাকে আর যদি দেওয়াল পেড়িয়ে নেটওয়ার্ক নিতে হয় তাহলে যথাসম্ভব চেষ্টা করবেন এন্টেনা গুলো সরলকোণে রাখতে।
পানিতে বেশি রাউটার এর গতি বাধা খায় তাই আশে-পাশে পানির পাইপ থাকলে সেটা থেকে দূরে রাখবেন। রাউটার এমন পজিশনে রাখবেন যেন দেওয়ালকে যথাসম্ভব এড়িয়ে চলা যায়।
সঠিক চ্যানেল ও ফ্রিকোয়েন্সি বেছে নিন
বর্তমান এর বেশিরভাগ রাউটার হল ডুয়াল ব্যান্ড এর । আপনি যদি একটা নতুন রাউটার ক্রয় করেন এবং আপনি যদি সঠিক চ্যানলে ও ফ্রিকোয়েন্সি সেট না করেন তাহল এর অভাবেও অনেক সময় কম স্পিড পেতে পারেন। বর্তমান যুগের রাউটারগুলোতে বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে এর মধ্যে বেশিরভাগের থাকে ২.৪ ও ৫ গিগাহার্টজ।
আমাদের চারপাশে ২.৪ গিগাহার্টজ এর নেটওয়ার্ক বেশি তাই আপনি যদি ৫ গিগাহার্টজ ব্যবহার করেন সেক্ষত্রে নেটওয়ার্ক কনফ্লিক্ট হওয়ার চ্যাঞ্জ কম থাকে। তবে ৫ গিগাহার্টজ নেটওয়ার্ক এর দূরত্ব খুবই কম থাকে ২.৪ গিগাহার্টজ এর তুলনায়। তাই আপনার রাউটার যদি আপনার রুমের ভিতরেই থাকে সেক্ষেত্রে ৫ গিগাহার্টজ নাহলে ২.৪ গিগাহার্টজ বেটার অপশন হবে।
নিরাপদ রাখুন রাউটার
রাউটার যদি ওপেন নেটওয়ার্কে রাখেন তাহলে কিন্তু যে কেউ চাইলে আপনার রাউটার একসেস করতে পারে। আপনি এমন অবস্থায় ডিফাইস কন্ট্রোল করতে পারবেন না। তাই সব সময় চেষ্টা করবেন রাউটার প্রটেক্ট রাখার জন্য।
নেটওয়ার্ক এক্সটেন্ডার
বর্তমান যুগে নেটওয়ার্ক এক্সটেন্ডার এর কিন্তু বেশি দাম না। খুব অল্প টাকায় একটা নেটওয়ার্ক এক্সটেন্ডার কিন্তু কিনতে পাওয়া যায়।
অথবা আপনার যদি একটা পুরানো রাউটার থাকে সেটাকে কিন্তু আপনি রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারেন।
রাউটার ফার্মওয়্যার আপগ্রেড করুন
রাউটার এর ফার্মওয়ার আপগ্রেড করুন। অনেকে আছেন একবার রাউটার কিনে ব্যবহার করতেই থাকেন সেটার কোন আপগ্রেড করেন না। টেকনোলজি আপডেট এর সাথে প্রতিটা রাউটার এর কম্পানি কিন্তু তাদের রাউটার এর ফার্মওয়ার আপগ্রেড করে থাকে। আপনি রাউটার এর পিছন এর স্টিকার থেকে আপনার রাউটার এর মডেল এর ইনফমেশন জেনে সেই রাউটার এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ফার্মওয়ার আপগ্রেড করে নিতে পারেন।
ফার্মওয়ার আপগ্রেড করলে যে শুধু রাউটার এর আপগ্রেডেই হয় তা শুধু না, যদি আপনার রাউটারে কোন বাগ বা সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপগ্রেড এর মাধ্যমে সেটা থিক হয়ে যায়।
এছাড়া ফার্মওয়ার আপগ্রেড এর ফলে সার্ভারেও কিন্তু অনেক নতুন ফাংশন এড হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করবেন আপনার রাউটারকে আপগ্রেড রাখবেন।
নতুন রাউটার কিনুন
আপনার রাউটার এর বয়স যদি ২-৩ বছর অতিক্রম করে যায় তাহলে কিনতে আপনার ভাবনায় নতুন রাউটার কিনার চিন্তা করা উচিত। তবে আপনার রাউটার যদি ঠিকঠাক কাজ করতে পারে সেটা ভিন্ন কথা।
পুরানো রাউটার এর সবচেয়ে বড় যে সমস্যা করে সেটা হল বার বার ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায়। তারপর পাওয়ার অন-অফ করে চালু করতে হয়। আবার অনেক সময় ওয়াইফাই স্পিড এবং রেঞ্জ এর পরিমান কমে আসে।
নতুন রাউটার সহজেই নতুন টেকনোলজি এর সাথে এডাপ্ট হতে পারে। তাই এই পদ্বতিও চাইলে আপনি অবলম্বণ করতে পারেন।
ভালো মানের তার ব্যবহার করুন
রাউটার এর কানেকশন এর তার এর বয়স যদি অনেক বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াফাই এর স্পিড এর সমস্যা হতে পারে।
চেষ্টা করবেন অপটিকাল ফাইবার এর তার ব্যবহার করতে। তবে বেশি দূরত্ব হয়ে গেলে এই তার এর ব্যয় এর পরিমান বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা Cat5 অথবা Cat6 এর Wire ব্যবহার করতে পারেন।
তবে স্পিড এবং ডুরাবিলিটি এর কথা চিন্তা করলে অপটিকাল ফাইবার এর তারেই বেটার হবে।